আমি আমার ইউটিউব চ্যানেল খুললাম
কিছু স্বপ্ন খুব ছোট করে শুরু হয়, কিন্তু তাদের ওজন অনেক ভারী হয়। অনেক দিন ধরে বুকের ভেতর একটা কথা জমে ছিল—নিজের ভাবনা, অনুভূতি আর অভিজ্ঞতাগুলো কাউকে বলব। আজ সেই না বলা কথাগুলোর জন্য আমি একটা দরজা খুললাম।
আমি আমার ইউটিউব চ্যানেল খুলেছি।
এই সিদ্ধান্তটা হঠাৎ নেওয়া নয়। এর পেছনে আছে অনেক রাতের না ঘুমানো সময়, অনেক “করে উঠতে পারব তো?” প্রশ্ন, আর নিজের সাথেই নিজের লড়াই। ভয় ছিল, দ্বিধা ছিল, কিন্তু তার চেয়েও বড় ছিল মনের ভেতরের একটা ডাক—চেষ্টা না করলে আফসোসটা সারাজীবন থেকে যাবে।
এই চ্যানেলটা শুধু ভিডিওর জায়গা নয়।
এটা আমার অনুভূতির গল্প, আমার শেখার পথ, আমার ভুল আর সেই ভুল থেকে উঠে দাঁড়ানোর সাহস। এখানে আমি নিখুঁত কিছু দেখানোর চেষ্টা করব না, বরং সত্যি থাকার চেষ্টা করব।
এখানে আমি কী দিতে চাই?
আমি চাই—
নিজের শেখা জিনিসগুলো আপনাদের সঙ্গে ভাগ করতে
কাউকে একটু হলেও অনুপ্রেরণা দিতে
কারও মনে যদি এক ফোঁটা সাহস জাগে, সেটাই আমার প্রাপ্তি
হয়তো সব ভিডিও খুব ভালো হবে না, হয়তো কোথাও ভুল হবে। কিন্তু প্রতিটা ভিডিওতে থাকবে আমার মন, আমার চেষ্টা আর আমার সত্যতা।
আপনাদের কাছে একটা অনুরোধ
এই নতুন পথে হাঁটার সময় যদি কখনও হোঁচট খাই, পাশে থাকবেন।
ভালো লাগলে উৎসাহ দেবেন, ভুল হলে ধরিয়ে দেবেন।
একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট—আমার কাছে সেটা অনেক বড় শক্তি।
আজ থেকে এই যাত্রা একা নয়।
এই যাত্রা আমার এবং আপনাদের। 🤍
সবাইকে ধন্যবাদ আমার স্বপ্নের এই প্রথম ধাপের অংশ হওয়ার জন্য।
দোয়া রাখবেন, পাশে থাকবেন। 🌱



























